নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠকে মশিউর রহমান মামুন বলেছেন, আমি কোন সন্ত্রাসী বাহিনী গড়ে তুলি নাই। সেবা করতে এসেছি এবং সেবা করে যাব।
গতকাল রবিবার সন্ধ্যায় এম রহমান মার্কেট শ্রীনগর সদর ইউনিয়ন আয়োজিত এক উঠান বৈঠকে একথা বলেন তিনি।
এসময় তিনি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দিয়ে অসম্পন্ন কাজ শেষ করার জন্য পুনরায় তাকে চেয়ারম্যান বানানোর আহ্বান জানান।
শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আমজাদ হোসেন আলমের সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পলাশের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোকলেসুর রহমান, সাবেক চেয়ারম্যান মান্নান মোড়ল, ১নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন, ২নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন মাইজভান্ডারী, ৩নং ওয়ার্ডের সদস্য সোহাগ মোড়ল, ৪নং ওয়ার্ডের সদস্য শেখ মোহাম্মদ হুমায়ন, ৫নং ওয়ার্ডের সদস্য শান্তি রঞ্জন মন্ডল, ৭নং ওয়ার্ডের সদস্য সালাম হোসেন রজ্জব, ৮নং ওয়ার্ডের সদস্য মাহাবুব হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য আমির হোসেন মোড়ল, (১, ২ ও ৩)নং ওয়ার্ডের সদস্য সুমি আক্তার, সাজেদা বেগম (৪, ৫ ও ৬)নং ওয়ার্ডের সদস্য আসিয়া বেগম রুনু, (৭, ৮ ও ৯)নং ওয়ার্ডের সদস্য সাজেদা বেগম প্রমুখ।
মন্তব্য করুন